মালদা

মালদার গাজোলের দেও তলাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বিজেপির নেতা গোবিন্দ্র চন্দ্র মন্ডল সহ প্রায় 7 জন বিজেপি কর্মীকে।

মালদার গাজোলের দেও তলাতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এলাকায় ব্যাপক উত্তেজনা। দিলীপ ঘোষের সভা শেষ হওয়ার পরই সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই গাজোল থানার পুলিশ। বিজেপির অভিযোগ এদিন বিকেলে ওই এলাকায় সভা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এরপর তিনি বাবুকে ওই এলাকার বিজেপি কর্মীরা সংবর্ধনা দেন। দিলীপবাবু চলে যাওয়ার পর জেলা নেতৃত্ব দেওতলা এলাকার দলীয় কার্যালয় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সাথে বসে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ সেই সময় একদল তৃণমূল সমর্থক হাতে অস্ত্র ও লাঠি রোড নিয়ে বিজেপির কার্যালয় চড়াও হয়। বিজেপি কর্মীদের মারধর শুরু করে। এতে জেলা বিজেপির নেতা গোবিন্দ্র চন্দ্র মন্ডল সহ প্রায় 7 জন বিজেপি কর্মী আহত হয়। কোনরকমে সেই অবস্থায় বিজেপি কর্মীরা সেখান থেকে পালিয়ে বাঁচেন। বিজেপির দেওতলা কার্যালয় ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির একটি গাড়িতে ভাংচুর চালানো হয়। পুলিশ গিয়ে কোনরকমে বিজেপি নেতাকর্মীদের উদ্ধার করে গাজর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ। ওই এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল গাড়ি। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কিনা তা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VvfiXh6GQms